• সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহীতে পদ্মা ও বড়ালসহ দেশের সব নদ-নদী সুরক্ষার দাবি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দিতে হবে রাজশাহীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পদ্মা নদী সুরক্ষা ও দেশজুড়ে নৌ পথ চালুর দাবিতে ইয়্যাসের স্বারকলিপি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো দৃশ্যমান হবে : ভাইস চ্যান্সেলর ডা. জাওয়াদুল হক কোর্ট হড়গ্রাম কাঁচা বাজারে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু   ঢাকা বোট ক্লাবের নব-নির্বাচিত সদস্য খন্দকার হাসান কবিরকে রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের শুভেচ্ছা তানোরে স্থানীয়দের তৎপরতায় জলাশয় ভরাটের মাটি ফেলা বন্ধ

রাবি শিক্ষার্থীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার দাবি

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

রাবি প্রতিনিধি: স্থগিত পরীক্ষাসমূহ দিতে এসে চলমান লকডাউনে আটকা পরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন। বুধবার (৩০ জুন) দুপুরে সংগঠনটির অর্থ সম্পাদক রিয়াজ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির রাবি শাখা সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন ও সাংগঠনিক সম্পাদক আহসানুল হক সোয়াদ যৌথ বিবৃতিতে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করলে পরীক্ষা দিতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা রাজশাহীতে আসে। কিন্তু হঠাৎ করে সরকারের হঠকারী সিদ্ধান্ত লকডাউন-শাটডাউনের কারণে রাবির ব্যর্থ প্রশাসন পরীক্ষা আবারও স্থগিত করে। যার ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। যেসব শিক্ষার্থী রাজশাহীতে এসেছে  তারা গাড়ি বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারছেনা। আবার রাজশাহীর বিভিন্ন মেসে বা বাসায় শিক্ষার্থীদের থাকাটাও ঝুকিপূর্ণ হয়ে গেছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন মনে করে শিক্ষার্থীদের এই ভোগান্তির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। কেন তারা বারবার শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলছে ছাত্র সমাজের কাছে তার জবাবদিহি করতে হবে।’

বিজ্ঞপ্তিতে সংগঠনটি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘যেসকল পরীক্ষার্থী রাজশাহীতে এসেছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে নিরাপদে বাড়িতে ফেরার ব্যবস্থা করতে হবে। এবং এতে করে যাতে কোন শিক্ষার্থী ও তার পরিবার স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সেজন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনবোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের খরচে শিক্ষার্থীদের জন্য নিজ এলাকায় হোম কোয়ারান্টাইনের ব্যবস্থা করতে হবে। আর যেসব শিক্ষার্থী রাজশাহীতে থাকতে চায় তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে সেখানে রাখার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এজন্য শিক্ষার্থীদের কাছে কোন পয়সা নেওয়া যাবেনা।’

বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের কারণে যদি কোন শিক্ষার্থীর কোনরকম ক্ষতি হয়, তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করবে।’

আরবিসি/৩০ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category