স্টাফ রিপোর্টার : মৃত্যুর সঙ্গে রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। সর্বশেষ সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৬৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
যা আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৮ শতাংশ বেড়ে সর্বশেষ করোনা শনাক্তের হার দাড়িয়েছে ৩৬ দশমিক ৯২ শতাংশ। এর আগের দিন রবিবার ছিল ২৭ দশমিক ৮৪ শতাংশ। তার আগে শনিবার ছিল ২৯ দশমিক ০৮ শতাংশ, এছাড়া শুক্রবার ছিলো ৩৪ দশমিক ৫০, বৃহস্পতিবার ছিল ২৯ দশমিক ৭৫, বুধবার ৩৩ দশমিক ৯৫, মঙ্গলবার ৩৩ দশমিক ০৫ এবং সোমবার ছিল ৩৩ দশমিক ৫১ শতাংশ।
মুলত: গত ঈদের পর থেকে রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়তে থাকে। শনাক্তের হার ৬০ শতাংশের উপরে উঠলে গত ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। এর পর দুই দফা মেয়াদ বাড়িয়ে লকডাউন আগামী ৩০ জুন মধ্য রাত পর্যন্ত করা হয়। রাজশাহীতে সর্বাত্মক লকডাউন চললেও করোনা নিয়ন্ত্রণে কোন প্রভাব পড়েনি। গত এক মাস ধরে প্রতিদিন মৃত্যু ও সংক্রমন বেড়েই চলেছে।
আরবিসি/২৯ জুন/ রোজি