আরবিসি ডেস্ক : যশোরে ট্রাকের ধাক্কায় চারজন ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন- গরু ব্যবসায়ী নয়ন, নাইম ও জনি এবং অজ্ঞাতপরিচয় প্রাইভেটকারচালক। নিহত গরু ব্যবসায়ীদের বাড়ি চট্টগ্রামের মুরাদনগর এলাকায়।
রোববার (২৭ জুন) দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার বেনাপোল সড়কের মালঞ্চি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আশঙ্কাজনক একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোরের নাভারণ হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাইভেটকারটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় মালঞ্চি গ্রামে পৌঁছালে বিপরীত দিক আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদেরকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটচালকসহ চারজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহতরা সবাই চট্টগ্রামের বাসিন্দা ও গরু ব্যবসায়ী। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে প্রাইভেটকারে করে গরু কিনতে যশোরের শার্শা-বেনাপোল এসেছিলেন।
আরবিসি/২৭ জুন/ রোজি