স্টাফ রিপোর্টার : ভারত থেকে প্রায়ই পদ্মা নদীতে ভেসে আসছে মানুষের লাশ। অধিকাংশ এসব লাশ আসছে রাতে। গলিত এসব লাশ ভেসে যাচ্ছে মাঝ পদ্মা দিয়ে। সর্বশেষ রবিবার দুপুরের দিকে রাজশাহীর চারঘাটে বড়াল নদীর জলকপাটে আটকে থাকা এমনই একটি লাশ উদ্ধার করে নৌপুলিশের চারঘাট ফাঁড়ি। লাশ গলে যাওয়ায় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শক ও নৌপুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম। তিনি বলেন, সকালে বড়ালের জলকপাটে লাশটি আটকে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, অন্তত মাসখানেক আগে মৃত্যু হয়েছে তার। লাশ গলে যাওয়ায় শনাক্ত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে লাশটি ভারত থেকে ভেসে আসা।
তিনি বলেন, মাঝেমধ্যে এমন লাশ ভেসে আসছে পদ্মায়। পদ্মা হয়ে কখনো কখনো এমন লাশ আসছে চারগাটের বড়ালেও। স্থানীয় জেলেরা এসব লাশ দেখতে পাচ্ছেন বলে পুলিশকে জানাচ্ছে। তাদের ধারণা, এগুলো ভারতে করোনায় মারা যাওয়াদের মরদেহ। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরবিসি/২৭ জুন/ রেজি