আরবিসি ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে খুলনার দু’টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। ৭ জন খুলনা করোনা ডেডিকেডেট হাসপাতালে এবং ২ জন বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তবে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।
শনিবার (২৬ জুন) সকালে হাসপাতাল দু’টির মুখপাত্ররা এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। শনিবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে যে দু’জনের মৃত্যু হয়েছে, তারা হলেন- যশোরের কেশবপুরের ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুরের রামপুর এলাকার মো. ইহসাক সানা (৮০)।
গাজী মেডিক্যালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, এ হাসপাতালে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৯৪জন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে আইসিইউতে ৭জন ও এইচডিইউতে ৭জন।
অন্যদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ৫জন রোগী ভর্তি হয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮জন। সর্বশেষ চিকিৎসাধীন রয়েছেন ৬৬জন।
আরবিসি/২৬ জুন/ রোজি