আরবিসি ডেস্ক : রাজশাহী বিভাগে ৮০০ জনের প্রাণ নিল বৈশ্বিক মহামারি করোনা। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ নিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল ৮০০ জনে। ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে ৮৭১ জনের।
এ নিয়ে মোট সংক্রমণ দাঁড়াল ৫১ হাজার ৫৫৫ জনে। শুক্রবার (২৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এদিকে জেলায় এক দিন ২৯৯ জনের করোনা ধরা পড়েছে। এটি গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। একই দিনে নওগাঁয় ১২৫, বগুড়ায় ১২৪, নাটোর ৭৮, পাবনায় ৭৬, চাঁপাইনবাবগঞ্জে ৬৩, জয়পুরহাটে এবং সিরাজগঞ্জে ৪৫ জনের করোনা ধরা পড়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের হিসেবে, এক দিনে বিভাগে যে ১৪ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে ৭ জন মারা গেছেন রাজশাহী জেলায়। এছাড়া তিনজন বগুড়ায়, দুজন নওগাঁয় এবং চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় একজন প্রাণ হারিয়েছেন। এই এক দিনে নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় করোনায় প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে করোনায় যে ৮০০ জন প্রাণ হারিয়েছেন তার মধ্যে সর্বোচ্চ ৩৬৬ জন বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ১৪৩, চাঁপাইনবাবগঞ্জে ৯৮, নওগাঁয় ৭২, নাটোরে ৪৫, সিরাজগঞ্জে ২৯, জয়পুরহাটে ২৪ এবং পাবনায় ২৩ জন প্রাণ হারিয়েছেন।
এ পর্যন্ত বিভাগের আট জেলায় হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৩০৮ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন। এ পর্যন্ত বিভাগে করোনাজয় করেছেন ৩৬ হাজার ৯৯৪ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ৩১৬ জন।
আরবিসি/২৫ জুন/ রোজি