আরবিসি ডেস্ক : করোনাভাইরাসে বিধ্বস্ত ভারত একদিনে ৮৬ লাখের বেশি টিকা দিয়ে নতুন রেকর্ড গড়েছে। একদিনে এত সংখ্যক টিকাদান কেবল ভারত নয়, সারা বিশ্বে সর্বোচ্চ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ ডোজ টিকা দেওয়া হয়েছে।
এ নিয়ে মোট ২৮ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০১ ডোজ টিকা দেওয়া হয়েছে দেশটিতে।
এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন যা ৯১ দিন পর সবচেয়ে কম। গত ২৪ এপ্রিল ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম ছিল। এরপর তা বাড়তে বাড়তে মে মাসের শুরুতে ৪ লাখ ছাড়িয়ে যায়।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন করোনা রোগীর।
আরবিসি/২৩ জুন/ রোজি