আরবিসি ডেস্ক : বগুড়ায় করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় দুই নারীসহ আরও ৫ জন মারা গেছেন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৪ জন ও সুস্থ হয়েছেন ২৯ জন।
মৃতরা হলেন বগুড়া সদরের মান্নান (৭০), নওগাঁর রানীনগর এলাকার কোহিনুর (৪০), আত্রাইয়ের শেখ তারেক (৬১), মান্দার আসাদুল হক (৬৫), জয়পুরহাটের কালাই এলাকার জাহেদা বিবি (৪০)।
এদের মধ্যে মান্নান ও কোহিনুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, জাহেদা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং তারেক ও আসাদুল টিএমএসএস হাসপাতালে মারা যান।
এই নিয়ে জেলায় ৬ দিনে মৃত্যু হলো ২১ জনের। সোমবার (২১ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন বলেন, ২৪ ঘণ্টায় ২১৯ নমুনার ফলাফলে ৮৪ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৮ দশমিক ৩৫ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৯ জন। আক্রান্ত ৮৪ জনের মধ্যে সদরের ৮০ জন, আদমদীঘিতে ২ জন, শিবগঞ্জ ও সোনাতলায় একজন রয়েছেন।
আরবিসি/২১ জুন/ রোজি