আরবিসি ডেস্ক : ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে নেমে এল ৬০ হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৭৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লাখ ছাড়িয়ে গেল।
যদিও শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুসারে দৈনিক মৃত্যু একটু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ১৩৭ জনের।
দৈনিক যত মানুষ ভারতের আক্রান্ত হচ্ছে তার থেকে অনেক বেশি আক্রান্ত প্রতিদিন সুস্থ হয়ে উঠছে। এতে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছে ৭ লাখ ৬০ হাজার ১৯ জন। ৭৪ দিন পর এতটা কম হল দেশে সক্রিয় রোগীর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সক্রিয় রোগী পৌঁছে গিয়েছিল ৩৭ লক্ষের ওপরে। সেখান থেকে কমতে কমতে এই সংখ্যায় নেমে এসেছে।
আরবিসি/১৯ জুন/ রোজি