আরবিসি ডেস্ক : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।
শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান হাতিবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
অটোরিকশাটিকে ধাক্কা দেওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি উল্টে যায়। তবে বাসযাত্রীদের কেউ গুরুতর আহত হননি।
নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় বাসিন্দা আশরাফুল (৫০), তার স্ত্রী পারুল (৪৬) ও তাদের নাতি দুই মাসের শিশু রেজওয়ান।
আহতরা হলেন- নিহত শিশু রেজওয়ানের বাবা রাশেদুল (২৭) ও মা গোলাপি (২২)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, গাইবান্ধা সাঘাটা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন একই পরিবারের পাঁচ জন। পথে বগুড়া মহাস্থান এলাকায় আসলে মহাসড়কে একটি ট্রাক ওভারটেক করার সময় আহসান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আশরাফুল ও তার স্ত্রী পারুল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাদের নাতি।
আরবিসি/১৯ জুন/ রোজি