স্টাফ রিপোর্টার : করোনা মোকাবেলায় রাজশাহীর বাগমারাবাসীকে সতর্ক ও সর্বত্র সচেতন থেকে এলাকাকে করোনামুক্ত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। তিনি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। নিজের ফেইসবুক পেইজে লাইভে এসে তিনি বলেন, সাদা দেশ বিশেষ করে রাজশাহীতে করোনার সংক্রমন ছড়িয়ে পড়েছে। বাগমারাতেও এর ছোঁয়া লেগেছে। আগে বাগমারায় করোনা সংক্রমন না হলেও এখন এ অঞ্চলেও করোনা সংক্রমন ছড়িয়ে পড়েছে।
তিনি এলাকাবাসীকে নিজ নিজ অবস্থানে থেকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান। যারা সংক্রমিত হয়েছেন তাদের ঘরের বাইরে না বের হওয়ার আহ্বান জানিয় এমপি এনামুল হক বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবাই ঘরেই থাকবেন। সব ধরনের খাদ্য পৌছে দেওয়া হবে। করোনা মোকাবেলায় সকলের সহযোগীতা কামনা করে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার চিকিৎসার জন্য নিয়োজিত। উপসর্গ অনুভব করলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়ার আহাবান জানান তিনি। অতিতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনা মোকাবেলা করতে হবে বলে তিনি ভিডিও বার্তায় উল্লেখ করেন। তিনি বলেন, মহামারী থেকে রক্ষায় সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, নিজে নিজে সতর্ক থেকে যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করলে করোনা প্রতিরোধ সম্ভব।
আরবিসি/১৫ জুন/ রোজি