স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘায় হিরোইনসহ দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন ভ্যান চালক। সোমবার দুপুরে (১৪-জুন) বাঘা পৌরসভার কাছে ওয়ালটন প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীদের বাড়ী পাশ্ববর্তী লালপুর উপজেলায় বলে জানা গেছে।
বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) মাহফুজ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার সীমান্ত এলাকা মীরগঞ্জ থেকে একটি ভ্যানযোগে পাশ্ববর্তী লালপুর উপজেলা অভিমুখে ১৪ পুরি হিরোইনসহ রওনা হয়েছে জনৈক দুই ব্যাক্তি। এদের মধ্যে একজন ভ্যান চালক। এ খবর শোনার পর বাঘা পৌর সভার সন্নিকটে ওয়ালটন প্লাজার সামনে সঙ্গীয় ফোর্স সহ অবস্থান নেয়। এর কিছুক্ষন পর তারা ঘটনাস্থলে পৌছালে ১৪ পুরি হিরোইন সহ তাদের দু’জনকে আটক করি।
এর মধ্যে ভ্যানচালক হাসান আলী (৪০)তার কাছে পাওয়া যায় ৮ পুরি হিরোইন। তার পিতার নাম মন্টু আলী, বাড়ী লালপুরের বিদোরপুর গ্রামে। অপর একজন মাহাবুল আলম (২৪) তার কাছে পাওয়া যায় ৬ পুরি হিরোইন। এর পিতার নাম শফিকুল ইসলাম। এর বাড়ীও একই উপজেলার বসন্তপুর গ্রামে বলে জানা যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃত দু’জনের নামে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে ঘটনার-কিছুক্ষন পর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরবিসি/১৪ জুন/ রোজি