আরবিসি ডেস্ক : বিগত শতকে গৃহযুদ্ধ চলার সময় কম্বোডিয়ায় বিপুল পরিমাণ স্থল মাইন পুঁতে রাখা হয়। ১৯৭৯ সাল থেকে দেশটির স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন ৬৪ হাজারেরও বেশি মানুষ। তানজানিয়া আমদানিকৃত এসব ইঁদুরের ঘ্রাণ শক্তি তীব্র হওয়ায় সহজেই মাইন শনাক্ত করতে পারে এরা।
এ পদ্ধতিতে সাফল্য আসায় ২০১৬ সাল থেকেই স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া।সম্প্রতি স্বর্ণপদকজয়ী মাগাওয়াসহ বেশ কয়েকটি ইঁদুরকে অবসরে পাঠানোর পরই আরও ২০টি ইঁদুরকে নিয়োগ দেয়া হয়েছে।
ইঁদুরের তদারককারি মালেন বলেন, ‘কাজ শুরুর আগে আমরা বুঝতে পারিনি স্থলমাইন খোঁজার কাজটা ওরা এতো ভালভাবে করতে পারবে। ইঁদুরের অসাধারণ ঘাণশক্তি আছে যা আমাদের নেই। বেশিরভাগ ক্ষেত্রেই ওরা সঠিক ইঙ্গিত দেয়।’
উল্লেখ্য, দেশটিতে নতুন পুরনো মিলিয়ে মোট ৪৮টি ইদুর স্থলমাইন খোঁজার কাজ করছে। এদের প্রশিক্ষণ দিচ্ছে তানজানিয়ার অ্যাপোপো নামের একটি সংগঠন।
আরবিসি/১৪ জুন/ রোজি