আরবিসি ডেস্ক : পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। কিন্তু তাই বলে কেউ যদি গাঁজার চারা রোপণ করেন তাহলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি।
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের কেরালায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ যখন বিভিন্ন গাছের চারা রোপণে ব্যস্ত তখন কেরালার কাদাচিরা গ্রামের এক যুবক গাঁজার চারা রোপণ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, গাঁজায় আসক্ত এক যুবক গ্রামের আরো কয়েকজনকে নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে গাঁজার চারা রোপণ করে। রাস্তার পাশে চারা রোপণ করে তারা বলে, ‘এটি এখানেই বড় হোক।’ পরে বন্ধুরা মিলে সেখানে সেলফিও তোলে।
তাদের দাবি, গাঁজার প্রতি ভালোবাসা থেকেই তারা এ কাজ করেছে। পরবর্তী সময়ে খবর পেয়ে এক্সাইজ ডিপার্টমেন্টের লোকজন এসে চারা শনাক্ত করেন এবং উপড়ে ফেলেন।
এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
আরবিসি/১৪ জুন/ রোজি