আরবিসি ডেস্ক : ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি ফেসবুক পোস্টে ধর্ষণ ও হত্যাচেষ্টার যে অভিযোগ এনেছেন, তা উত্তরা বোট ক্লাবের সদস্য নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে বলে জানিয়েছেন এ অভিনেত্রী নিজেই। রোববার রাত পৌনে ১১টার দিকে তিনি সংবাদমাধ্যমে এ কথা বলেছেন।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নিজেকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন। তখন অবশ্য কার বিরুদ্ধে এ অভিযোগ, তা বলেননি পরীমণি। এর প্রতিকার চেয়ে তিনি প্রধানমন্ত্রীর সহায়তাও চেয়েছেন। পরে নিজের বনানীর বাসা থেকে সংবাদমাধ্যকে পুরো ঘটনার বর্ণনা দেন পরীমণি।
তিনি জানান, চারদিন আগে রাতে তার বন্ধু অমি তাকে উত্তরা ক্লাবে নিয়ে যান। এসময় তার সঙ্গে মেকআপম্যানও ছিল। সেখানে খাওয়া-দাওয়া এবং ড্রিংকস করানো হয় পরীমণিসহ সবাইকে। এরপর একে একে লোকজন চলে যায়। তখন পরীমণির মেকআপম্যানকে নির্যাতন করা হয়।
একপর্যায়ে পরীমণিকে নির্যাতনের চেষ্টা চালান ক্লাবের সদস্য নাসির উদ্দিন। পরীমণি বাধা দিলে তাকে হত্যাচেষ্টাও চালানো হয়। হঠাৎ পরীমণি মাটিতে লটিয়ে পড়েন। এসময় তাকে লাথিও মারেন নাসির উদ্দিন।
পরীমণি আরও জানান, এ ঘটনার পর তারা রাতেই বনানী থানায় যান। সেখানে অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের টেস্টের জন্য হাসপাতালে যেতে বলে। পরে পরীমণি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া শুরু করেন। যাওয়ার পথেই তিনি কিছুটা সুস্থবোধ করলে ফিরে বাসায় চলে আসেন।
বাসায় ফেরার পর তিনি দুইদিন অসুস্থ ছিলেন। এরপর তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোথাও থেকে কোনো সাড়া পাননি। পরে রোববার রাতেই নিজের ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন।
আরবিসি/১৪ জুন/ রোজি