নাটোর প্রতিনিধি : নাটোর ও সিংড়া পৌর এলাকায় এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে ১৫ জুন পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।
সোমবার (৭ জুন) রাত ১১টায় করোনা পরিস্থিতি নিয়ে জুম মিটিং সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।
ঘোষণায় বলা হয়, নাটোরের সবথেকে বেশি করোনা আক্রান্ত এলাকা হিসেবে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ড এবং সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে এই লকডাউন চলবে।
জুম মিটিংয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চারজন সংসদ সদস্য, নাটোরের পুলিশ সুপার লিটন কামার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, লকডাউন ঘোষিত এলাকায় শুধু ওষুধ, কাঁচা ও নিত্যব্যবহার্য পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা-প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে কৃষিপণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।
আরবিসি/০৮ জুন/ রোজি