• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

বাগমারায় ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

Reporter Name / ৯৪ Time View
Update : সোমবার, ৭ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৬দফা দিসব পালিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিসবটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত-৬ দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ জুন নতুন মাত্রা পায়। বাঙ্গালীর অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে-৬ দফার প্রতি বাঙ্গালির অকুন্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রুপরেখা।

৬ দফা আন্দোলনের মধ্যে দিয়ে অঙ্গুরিত হয় স্বাধীনতার স্বপ্নবীজ। দিবসটি উপলক্ষ্যে বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

উপজেলা আওয়ামী লীগের াধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রানা, যুবলীগ নেতা আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা এবং মহামারী করোনা ভাইরাসের কবল থেকে সবাইকে রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরবিসি /০৭ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category