স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব -১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা ( অনুর্ধ্ব-১৭)-২০২১ উদ্বোধন করা হয়েছে।
শনিবার রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খেলাধুলা পছন্দ করতেন। খেলাধুলা মনকে সতেজ রাখে এবং সকল কাজে উৎসাহ উদ্দীপনা যোগায়। খেলাধূলায় শারীরিক শক্তি ও মনোবল বৃদ্ধি পায় যা করোনা মোকাবিলায় সহায়ক।
প্রধান অতিথি খেলোয়াড়দেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলার আহবান জানান।
আরবিসি/০৫ জুন/ রোজি