স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার বিভাগে নতুন ৩৭২ জন রোগী শনাক্তের পর এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ হাজার ৩৪ জনে।
শুক্রবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদারের স্বাক্ষর করা এক প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিভাগে মোট চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে দুইজন এবং নওগাঁ ও বগুড়ায় একজন করে মারা গেছেন। এ নিয়ে বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৫৮১ জনের মৃত্যু হলো।
বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১০৯ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ৩৭ জন, জয়পুরহাটে ৩৬ জন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাবে, গত বছরের ১২ এপ্রিল বিভাগে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর ২৯ জুন রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়ায়। তারপর গতবছরেরই ২০ জুলাই ১০ হাজার, ৪ আগস্ট ১৫ হাজার এবং ৩০ সেপ্টেম্বর ২০ হাজার ছাড়ায় আক্রান্তের সংখ্যা।
এরপর চলতি বছরের ২০ জানুয়ারি ২৫ হাজার ছাড়িয়ে যায় রোগীর সংখ্যা। পরে ১৯ এপ্রিল সংখ্যাটি ৩০ হাজার ছাড়ায়। গত ৩০ মে ৩৫ হাজার ছাড়ায় আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সেটি ৩৭ হাজার অতিক্রম করে। বিভাগে এখন করোনার দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।
এ পর্যন্ত রাজশাহীতে ৯ হাজার ৪২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ২৭৩ জন, নওগাঁয় ২ হাজার ৩৬১ জন, নাটোরে ১ হাজার ৮৩৮ জন, জয়পুরহাটে ১ হাজার ৮৬৯ জন, বগুড়ায় ১২ হাজার ৩৪৩ জন, সিরাজগঞ্জে ৩ হাজার ৭৩৪ জন এবং পাবনায় ৩ হাজার ১৮২ জন শনাক্ত হয়েছেন।
করোনাভাইরাসে বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ৩১৭ জন মারা গেছেন বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৯০ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৪৫ জন, নওগাঁয় ৪৪ জন, নাটোরে ২৭ জন, জয়পুরহাটে ১২ জন, সিরাজগঞ্জে ২৪ জন এবং পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিভাগের ৭৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ৩১ হাজার ৭৭৫ জন সুস্থ হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৭৩ জন কোভিড-১৯ রোগী।
আরবিসি/০৪ জুন/ রোজি