আরবিসি ডেস্ক : সম্প্রতি চীনের অবৈধ মাছ ধরাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার গুরুতর অভিযোগ এনেছে। এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার মহাসাগর ও মৎস্যমন্ত্রী মুন সিওং-হাইওক বলেছেন, ‘চীনের অবৈধ মাছ ধরাকে অবশ্যই সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। নজরদারি বাড়ানোর জন্য শিগগিরই ড্রোন এবং রোবট নিয়োগ করা হবে।’
এছাড়াও ইয়োনপিয়ং দ্বীপের একটি জেলে সংগঠনের নেতা শিন জুং-গিউন বলেন, ‘এটি গত বছরের সংখ্যার চেয়ে প্রায় তিনগুণ বেশি। হলুদ সাগরের নর্দার্ন লিমিট লাইনের পানিতে উত্তর সীমা লাইনের কাছে চীনা জাহাজের একটি বহর প্রবেশ করেছে।’
এদিকে, দক্ষিণ কোরিয়ার মৎস্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আগামী মাসে যখন দুই দেশের বার্ষিক সভায় এ নিয়ে আলোচনা করা হবে। চীনা কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানিয়েছি, তারা অবৈধ মাছ ধরা বন্ধ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করছে।’
আরবিসি/০৪ জুন/ রোজি