রাবি প্রতিনিধি: করোনার টিকা নিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর তুলনায় অর্ধেকেরও কম। ফলে আবেদন প্রক্রিয়া চালু রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
অধ্যাপক বাবুল ইসলাম বলেন, টিকা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ১৪ হাজার শিক্ষার্থী অনলাইনে আবেদন সম্পন্ন করেছে। সে সকল শিক্ষার্থীর তালিকা আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি।
কম সংখ্যক শিক্ষার্থীর আবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসকল শিক্ষার্থী এখনও আবেদন সম্পন্ন করেনি এদের মধ্যে অনেকের এনআইডি নেই। আবার কেউ কেউ ফ্রন্টলাইনার হিসেবে টিকা গ্রহণ করেছে। তবে সেই সংখ্যাটি সর্বোচ্চ ২০ শতাংশ হতে পারে। আমরা প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর তথ্য পাবো বলে আশা করছি। ফলে আবেদন প্রক্রিয়াটি সচল রেখেছি। এখনও প্রতিদিন কয়েকজন করে শিক্ষার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করছে। এসকল শিক্ষার্থীর তালিকাও আমরা শীঘ্রই পাঠিয়ে দেবো।
এর আগে, গত ১০ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে করােনা টিকাদান কর্মসূচির আওতায় আনতে আবেদন আহ্বান করা হয়। অনলাইনে এই আবেদন চলে ২৪ মে পর্যন্ত।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রদত্ত আইডি ও নিজের রেজিষ্ট্রেশন নম্বর প্রদানের মাধ্যমে লগইন করার পর সঠিক তথ্য প্রদানের পাশপাশি শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ এনআইডি কার্ডের দুপাশের ছবি এক ফ্রন্টে করে সেই ছবি আপলােড করতে হবে। ছবিটি অবশ্যই এক মেগাবাইটের কম হতে হবে।
আরবিসি/০৩ মে/ রোজি