• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পদ্মা নদী সুরক্ষা ও দেশজুড়ে নৌ পথ চালুর দাবিতে ইয়্যাসের স্বারকলিপি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো দৃশ্যমান হবে : ভাইস চ্যান্সেলর ডা. জাওয়াদুল হক কোর্ট হড়গ্রাম কাঁচা বাজারে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু   ঢাকা বোট ক্লাবের নব-নির্বাচিত সদস্য খন্দকার হাসান কবিরকে রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের শুভেচ্ছা তানোরে স্থানীয়দের তৎপরতায় জলাশয় ভরাটের মাটি ফেলা বন্ধ রাজশাহীতে কসমিকা ডিসট্রিবিউশন অফিসে দূর্ধর্ষ ডাকাতি কারিতাস আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা

দুর্গাপুরের হাট কানপাড়ায় চারটি দোকানে দুর্ধর্ষ চুরি

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

দুর্গাপুর সংবাদদাতা : রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়ায় চারটি দোকানে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্গাপুর থানা পুলিশ।

স্থানীয় সংবাদ কর্মী আসিফ খান সোহাগের মারফতে জানা যায়, ২জুন বুধবার দিবাগত রাতে হাট কানপাড়ার নাজমুল হক তোতার মুদি দোকান, এহেসান আলীর মুদি দোকান, সুমন ইসলামের তেলের ডিপো ও রফিকুল ইসলামের স্বর্নের দোকানে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে।

প্রতিদিনের ন্যায় সকল দোকান মালিকরা বুধবার ব্যবসা বানিজ্য শেষে সন্ধারাতে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। বৃহস্পতিবার সকালে মুদি দোকান মালিক তোতা দোকান খুলতে এসে দেখে দোকানের তালা ভাঙ্গা, পরে দোকানে প্রবেশ করে দেখে ক্যাশ টেবিলে থাকা নগদ অর্থ ও স্টক করে রাখা প্রায় দেড় লক্ষ টাকার সিগারেট চুরি হয়ে গেছে। এ বিষয়টি তোতা পার্শ্বের দোকানদের বললে পার্শ্বের মুদি দোকান মালিক এহেসানের নগদ অর্থ সহ ২০ হাজার টাকার সিগারেট, সুমনের তেলের ডিপোর প্রায় ১৫ হাজার টাকা নগদ অর্থ ও রফিকুলের স্বর্নের দোকানের নগদ অর্থের পাশাপাশি বেশ কিছু স্বর্নালংকার চুরি হয়ে গেছে। বিষয়টি দুর্গাপুর থানায় জানালে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, বিষয়টি শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো, এ বিষয়ে দোকান মালিকদের সাথে কথা বলে সন্দেহভাজন ব্যাক্তিদের ওপর নজর রাখছে পুলিশ ও বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

আরবসি/ি০৩ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category