• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীতে বিশেষ বিধিনিষেধ আরোপ

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ২ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় রাজশাহীতে চলমান বিধি নিষেধের সঙ্গে আরও চারটি শর্তারোপ করে মানুষের চলাচলে কঠোর বিধি নিষেধ ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল। তিনি বলেন, সারাদেশে যে লকডাউন চলছে তা অক্ষুন্ন রেখে যেহেতু রাজশাহীতে করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে তাই কিছু শর্তারোপ করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার (০৩ জুন) থেকে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৭ টার মধ্যে সকল দোকানপাট, হোটেল, রেস্তোরা বন্ধ করতে হবে। সন্ধ্যা ৭ টার পর লোকজন কোনো ক্রমেই ঘরের বাইরে বের হতে পারবে না। সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সকল বিনোদন কেন্দ্রে জমায়েত, জটলা, ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয় প্রশাসনকে এসব বিধিনিষেধ বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে। তবে আম পরিরহনসহ জরুরি পন্য বোঝায় যানবাহন ও জরুরি সেবাকাজে নিয়োজিতদের ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল থাকবে। গণপরিবহন চলাচল করবে তবে সকলক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রেস ব্রিফিংকালে রাজশাহী জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারও উপস্থিত ছিলেন। এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জরুরি সভা শেষে কমিশনার ড. মো. হুমায়ূন কবীর বিভাগের সকল জেলা প্রশাসককে স্থানীয়ভাবে বিধিনিষেধ আরোপের নির্দেশ দেন।

আরবিসি/০২ জুন/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category