• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

ভারতে একদিনে মৃত্যু ফের তিন হাজারের ওপরে

Reporter Name / ৮৫ Time View
Update : বুধবার, ২ জুন, ২০২১

আরবিসি ডেস্ক : ভারতে ৩৫ দিন পর মঙ্গলবার করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ হাজারের নিচে নামার পর বুধবার তা বেড়ে আবার ৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া দৈনিক সংক্রমণও গতকালের চেয়ে ৫ হাজারের মতো বেড়েছে। যদিও তা দেড় লাখের নিচেই রয়েছে। এছাড়া কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বুধবার ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২০৭ জন। এছাড়া মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ১০২ জন।

দৈনিক সংক্রমণ কমতে শুরু করার পর দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে তা কমছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লাখেরও বেশি। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৬৪৫ জন।

সক্রিয় রোগীর পাশাপাশি ভারতে সংক্রমণের হারও কমছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৬.৫৭ শতাংশ। এসময় করোনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৭৭৩ জনের।

বিভিন্ন রাজ্যে সংক্রমণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতেই সার্বিকভাবে কমছে আক্রান্তের সংখ্যা। ভারতে এখন সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটছে তামিলনাড়ুতে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন সাড়ে ২৬ হাজার জনেরও বেশি। কর্নাটক ও মহারাষ্ট্রে তা কমে ১৪ হাজারে নেমেছে। তবে কেরালায় সংক্রমণের হার এখনও বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন সাড়ে ১৯ হাজারের বেশি।

অন্ধ্র্রপ্রদেশে আগের চেয়ে আক্রান্ত কমলেও গত ২৪ ঘণ্টায় তা ১১ হাজারের ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে সংক্রমণ নেমে এসেছে সাড়ে ৯ হাজারের নিচে। ওড়িশাতে নতুন আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজারের মতো। আসামেও দৈনিক সংক্রমণ কমে ৫ হাজারের নীচে নেমেছে। ভারতের বাকি রাজ্যগুলোতে আক্রান্ত দেড় থেকে আড়াই হাজারের আশপাশেই থাকছে।

আরবিসি/০২ জুন/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category