আরবিসি ডেস্ক : করোনাভাইরাসের হানায় সারা বিশ্ব লণ্ডভণ্ড। প্রতিদিনই আসছে ভয়ঙ্কর সব তথ্য, বাড়ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে প্রস্তুতি আরও জোরালো করতে একটি আন্তর্জাতিক চুক্তির জন্য এ বছরই আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সোমবার সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেন, বর্তমানে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে মহামারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ ধরনের সংকট মোকাবেলায় নমনীয় এবং টেকসই তহবিল প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক মন্ত্রিপরিষদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত এক সপ্তাহ ধরে মন্ত্রিপরিষদের সম্মেলন চলছে। সোমবার সম্মেলনের শেষ দিন ছিল।
আরবিসি/০১ জুন/ রোজি