স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় একই দিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে আকাশ হোসেন (১০) ও পানিতে ডুবে মুনমুন খাতুনের (২) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। এসব ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
আকাশ উপজেলার খয়রা গ্রামের আতাউর রহমানের ছেলে। বাবার সঙ্গে সে দেউলায় গুচ্ছপাড়ায় থাকত। অন্যদিকে, মুনমুন খাতুন উপজেলার রামরামা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যায় মুনমুনকে নিয়ে তার মা পুকুরপাড়ে বসে চট্টগ্রামে থাকা স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথা বলা শেষে মুনমুনকে সেখানে রেখে বাড়ির ভেতরে যান মা সাবিনা খাতুন। প্রায় ২০ মিনিট পর তিনি ফিরে মেয়েকে দেখতে পাননি। একপর্যায়ে মুনমুনের মরদেহ ভেসে ওঠে পুকুরে। কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা শেষে লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করেন।
অন্যদিকে, গতকাল শিশু আকাশ হোসেন বাড়ির পাশে দেউলা বিলে ঘুড়ি ওড়াচ্ছিল। বজ্রপাতে তার মৃত্যু হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দুই ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পুলিশ লাশ দাফনের অনুমতি দিয়েছে।
আরবিসি/০১ জুন/ রোজি