স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে করোনা শনাক্ত চারজন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বোরবার দুপুর থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান বলে জানান রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় যে চারজন মারা গেছে তাদের মধ্যে চারজনই করোনা পজিটিভ। এদের মধ্যে আইসিইউ ও করোনা ওয়ার্ডে তারা মারা যান। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও নওগাঁর একজন রয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৫৫ জন। যার মধ্যে ২৭ জন করোনা শনাক্ত রোগী।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরো জানান, সোমবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পজেটিভ রোগী ৮২ জন। আর ২৪ ঘন্টায় মোট ৩৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। নতুন ৩৭ জন রোগীর মধ্যে সবাই করোনা শনাক্ত। এদের মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৬ জন।
আরবিসি/৩১ মে/ রোজি