• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

মাদক সেবনকালে রামেবির দুই কর্মী আটক, মামলা

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ৩১ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় গাঁজা সেবনের সময় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক গাড়িচালককে আটক করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা গাঁজা বিক্রেতাকেও আটক করে পুলিশ। পরে মাদক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

রোববার (৩০ মে) রাবির চারুকলা বিভাগের আমবাগান এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করে পুলিশ।

আটক তিন ব্যক্তি হলেন-রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দফতরের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নূর রায়হান, গাড়িচালক আবদুল হালিম ও গাঁজাবিক্রেতা মো. শুভ্র। গাঁজা বিক্রেতার বাড়ি নগরের মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকায়।

পুলিশের ভাষ্য, হাতেনাতে গ্রেফতারের পরও তারা বিষয়টি অস্বীকার করায় চন্দ্রিমা থানা পুলিশের পক্ষ থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডোপ টেস্ট করানো হয়। স্বাস্থ্য পরীক্ষায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীর শরীরে মাদকের উপস্থিতির প্রমাণ মিলেছে। পরবর্তীতে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ওই তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন, ‘রাবিতে গাঁজা সেবনের সময় এই তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করে চন্দ্রিমা থানার একটি টহলরত দল। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে চিকিৎসক সনদ দেন, তারা মাদক সেবন করেছেন। এরপর রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘কর্মকর্তা ও চালককে আটকের বিষয়টি লিখিত আকারে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হবে।’

জানতে চাইলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ জেড এম মোস্তাক হোসেন বলেন, ‘বিষয়টি গতকাল (রোববার) চন্দ্রিমা থানা পুলিশের মাধ্যমে অবগত হয়েছি। পুলিশ তাদের মতো ব্যবস্থা নিয়েছে, আমরাও আমাদের মতন করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।’

আরবিসি/৩১ মে/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category