আরবিসি ডেস্ক : কোভ্যাক্স থেকে আসা ফাইজারের টিকার টাইম শিডিউল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্যে হ-য-ব-র-ল অবস্থা সৃষ্টি হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে ফাইজারের টিকার টাইম শিডিউল নিয়ে এমন বক্তব্য স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতাই মনে করছে অনেকে।
সর্বশেষ রোববার (৩০ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বলেছেন, আজ নয় আগামী সোমবার (৩১ মে) রাত ১১টা ২০ মিনিটে দেশে আসছে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা।
এর আগে সচিবালয়ে এক সভা শেষে স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানান, ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার রাত সাড়ে ১১টায় দেশে আসবে।
এরও আগে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছাবে। তবে কবে নাগাদ ও কারা এ টিকার আওতায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। টিকাদান সংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, এ পর্যন্ত দেশে টিকা এসেছে সেরাম থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ ডোজ। একই প্রতিষ্ঠানে তৈরি একই টিকার আরও ৩২ লাখ ডোজ ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে চীন সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া গেছে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার সর্বশেষ তথ্য অনুসারে, দেশে গত শনিবার (২৯ মে) পর্যন্ত করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ (অক্সফোর্ডের) দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনকে। একই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ ৪২ হাজার ২৫৫ জন। এছাড়া গত শনিবার পর্যন্ত চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ২৩৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে টিকা দেওয়া হয়েছে ৯৯ লাখ ৬৩ হাজার ৫০৯ ডোজ। এখন টিকা হাতে আছে অক্সফোর্ড ও সিনোফার্মেরসহ মোট ৭ লাখ ৩৫ হাজার ডোজের মতো।
আরবিসি/৩০ মে/ রোজি