স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে করোনার নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশে।রোববার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা করে এ হার শনাক্ত হয়। ল্যাবে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়ায় ৭১ দশমিক ৪৩ শতাংশ।এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার।
তিনি জানান, ল্যাবে নমুনা পরীক্ষায় রাজশাহীর ২৮৭ জনের করোনার নমুনা পরীক্ষায় ৯০ জনের পজিটিভ শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ শতাংশ। এছাড়া নওগাঁর ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।অর্থাৎ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আরবিসি/৩০ মে/ রোজি