• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
ঢাকা বোট ক্লাবের নব-নির্বাচিত সদস্য খন্দকার হাসান কবিরকে রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের শুভেচ্ছা তানোরে স্থানীয়দের তৎপরতায় জলাশয় ভরাটের মাটি ফেলা বন্ধ রাজশাহীতে কসমিকা ডিসট্রিবিউশন অফিসে দূর্ধর্ষ ডাকাতি কারিতাস আলোকিত শিশু প্রকল্পের শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা রাণা দাশগুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে খানকাহ শরীফে লুটপাট,ভাংচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার-সংকটে ভারতীয় বিদ্যুতের ১০০ কোটির বকেয়া পরিশোধে হিমশিম বাংলাদেশ ছয়দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু দুই ভাইকে কুপিয়ে হত্যা: বাবা-ছেলেসহ গ্রেফতার ৩ আল্লাহ তোমার বিচার তুমি করো: পরীমণি

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু সাড়ে ৩ হাজারের ওপরেই

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ২৯ মে, ২০২১

আরবিসি ডেস্ক : ৪৫ দিনের মধ্যে ভারতে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে শনিবার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৯০ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জনে।

তবে আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যুর সংখ্যা কমেনি। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৩ লাখ ২২ হাজার ৫১২ জনের মৃত্যু হল এই বৈশ্বিক মহামারিতে।

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ কম এবং সুস্থতার হার বেশি হওয়ায় ভারতে গত দুই সপ্তাহ ধরে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ১ লাখ ১৪ হাজারেরও বেশি। বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন। পাশাপাশি সংক্রমণের হারও গত কয়েকদিনে কমেছে। পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় তা নেমেছে ৯ শতাংশের নিচে।

এদিকে, বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কম হওয়ায় গত এক-দেড় মাসের তুলনায় ভারতের সার্বিক সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে।

দিল্লি, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে সংক্রমণ অনেকটা কমেছে। ওড়িশা, পাঞ্জাব, আসামে সংক্রমণ আগের চেয়ে কমলেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আরবিসি/২৯ মে/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category