স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘষে ছোটভাই সাজদার রহমানের হামলায় বড়ভাই সাহাবুদ্দিন খুন হয়েছেন। শনিবার সকালে উপজেলার কলিকগ্রাম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছোট ভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমও আহত হয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কলিগ্রাম এলাকার মৃত সামাদ মন্ডলের দুই ছেলে সাজদার রহমান (৫০) এবং তার বড়ভাই সাহাবুদ্দিনের (৫৫) মধ্যে ৫৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিবাদের জের ধরে শনিবার সকাল ১১ টার দিকে উভয় পরিবারের মধ্যে প্রথমে তর্কবিতর্ক পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে ছোটভাই সাজদার রহমান এবং তার দুই মেয়ে ও স্ত্রী বড়ভাই সাহাবুদ্দিন বেধড়ক মারপিট করে। এতে তিনি সঙ্গাহীন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন সাহাবুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিফায়েত হোসেন জানান, এ ঘটনায় সাজদার রহমান নিজে এবং তার স্ত্রী রুবিনা আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিহত সাহাবুদ্দিনের স্ত্রী সালামা বেগম বলেন, পরিকল্পিত ভাবে তার স্বামী সাহাবুদ্দিনকে মারপিট করে হত্যা করেছে তার দেবর সাজদার রহমান, তার স্ত্রী রুবিনা বেগম ও দুই মেয়ে সুমনা-মহনাসহ চাচী শাশুড়ি হামিদা। এ বিষয়ে তিনি বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা করেছেন।
তবে নিহতের ছোটভাই সাজদার রহমান দাবি করেছেন, বড় ভাইয়ের দুই ছেলে তাকে মারপিট করে রক্তাক্ত করে। আর এ দৃশ্য দেখে বড়ভাই স্টোক করে মারা গেছেন। বাঘা থানা অফিসার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
আরবিসি/২৯ মে/ রোজি