স্টাফ রিপোর্টার, চারঘাট : রাজশাহীর চারঘাটে মধুতে ভেজাল মিশিয়ে বাজারজাত করার অপরাধে আব্দুল আলীম নামে এক মধু কারখানা মালিককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালাদিয়াড় গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় মধু কারখানা থেকে ৩০ মন মধু জব্দ করে পুলিশ। আটককৃত আব্দুল আলীম ওই গ্রামের রুপচান্দ আলীর ছেলে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বালাদিয়াড় গ্রামের রুপচান্দ আলীর ছেলে আব্দুল আলীম দীর্ঘদিন ধরে তার নিজ বাড়ীতে মধূর কারখানা বানিয়ে তাতে বিভিণ্ন ধরণের ক্যামিলের মিশ্রন ঘটিয়ে সেই মধূ বাজারজাত করে আসছিলেন। এলাকাবাসীর এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে ৩০মন ভেজাল মধুসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরবিসি/২৮ মে/ রোজি