স্টাফ রিপোর্টার : কঠোর লকডাউন জারির পর গত ৫ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। সরকারের নতুন নির্দেশনায় সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে আবারও ট্রেন চলাচল শুরু হবে। ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলেও রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রেলওয়ে স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনেই।
পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া জানান, পূর্বের নিয়মে এবং নির্ধারিত সময়ে চলাচল করবে সকল ট্রেন। রাজশাহী রেলওয়ে স্টেশনসহ পশ্চিমাঞ্চলের সকল রেলস্টেশনে যাত্রীদের সচেতন করতে কাজ করবে স্বেচ্ছাসেবক দল। মাস্ক ছাড়া কাউকে রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া মাস্ক ছাড়া ট্রেনেও উঠতে দেওয়া হবে না। এছাড়া রেলওয়ে স্টেশনের ভেতরে টিকিট ছাড়া মানুষে চলাচল নিষিদ্ধ থাকবে।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের মোট ১৩ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া মেইল ট্রেন চলে তিন জোড়া এবং কমিউটার ট্রেন চলে দুই জোড়া। তবে আপাতত রাজশাহী-ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে।
আরবিসি/২৪ মে/ রোজি