• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

চাঁপাইয়ে শুরু হলো আমের কারবার

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ২১ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিকভাবে আম পাড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ২১ মে বিকেল ৫টায় শিবগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইভ ম্যাংগো মিউজিয়ামের আমবাগানে রানীসমৃদ্ধি ও বৃন্দাবন জাতের আম পেড়ে আম পাড়া আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে আমপাড়ার উদ্বোধন হওয়া মানেই মানুষ বুঝবে সারাদেশে আম বাজারে এসে গেছে।

বর্তমান পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ আম ভোক্তার কাছে পৌছে দিতে স্বাস্থ্যবিধি মেনে আম সংগ্রহ ও বাজারজাত করছেন সংশ্লিষ্টরা। আম পাড়াবাজারজাত ও পরিবহনের ক্ষেত্রে কোন সমস্যা হবে না। আম সরবরাহের ক্ষেত্রে কোন সমস্যা হলে জেলা প্রশাসন সবসময় বাজার তদারকি করবে। এ জেলা আমের যে সুনাম রয়েছে তা আপনাদের ধরে রাখতে হবে।

আম পাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী সেলিনা হাফিজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ কে এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সহধর্মীনি নাহিদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান, আম ব্যবসায়ী, ইজারাদার ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মাইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শামীম খান, কানসাট আম আড়ৎদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু।

আরবিসি/২১ মে/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category