• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
রাবির ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনের নানা মেয়াদে শাস্তি রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক পাকিস্তানি চিনি, আলুসহ শিল্পের কাঁচামাল নিয়ে এলো সেই জাহাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন রাজশাহীর চারঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫ সার সঙ্কটে রাজশাহীতে ব্যাহত হচ্ছে আলুচাষ, দামও অতিরিক্ত রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ, দুই পক্ষের মীমাংসা স্থগিত কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ তনুর গ্রাফিতিতে পোস্টার সাঁটানো নিয়ে যা বললেন মেহজাবীন

উত্তরের দুই হাজার জনকে অ্যাপস তৈরির প্রশিক্ষণ দেবে সরকার

Reporter Name / ১৭৯ Time View
Update : শুক্রবার, ২১ মে, ২০২১

স্টাফ রিপোর্টার: স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অ্যাপসের বাজার। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অ্যাপের বাজার বেড়েই চলছে। ফলে এই খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। অ্যাপস ডেভেলপমেন্ট খাতে সফল হতে হলে দরকার প্রশিক্ষণও। তাই সরকার উত্তরবঙ্গের দুই হাজার জনকে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেবে।

বিলিয়ন ডলারের এই শিল্পের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে বাংলাদেশ সরকারের অর্থায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প’-এর আওতায় অ্যাপস ডেভেলপমেন্টের ওপর ২০০ ঘণ্টার এই ফ্রি কোর্স চালু করতে যাচ্ছে। এরইমধ্যে নিবন্ধন কার্যক্রমও শুরু হয়েছে।

আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার মোট ১০০টি ব্যাচকে বিনামূল্যে অ্যাপস ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি ব্যাচে প্রশিক্ষণার্থী থাকবেন ২০ জন। প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপস ডেভেলপমেন্টের মাধ্যমে প্রশিক্ষিত হওয়ার সুযোগ পাবেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নিলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আগ্রহীরা নিবন্ধন করে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

আগ্রহীদের অবশ্যই স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা আইটি, আইটিইএস, সিএসই বা অন্যান্য প্রযুক্তি অথবা বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে নূন্যতম দ্বিতীয় বর্ষের বা উত্তীর্ণ শিক্ষার্থী হতে হবে। প্রশিক্ষণ কোর্সে নিবন্ধন করতে http://www.fluttertraining.net/ প্রবেশ করতে হবে। ফেসবুকে লগইন করে https://www.facebook.com/Mobile-Apps-Development-training-১০১০৪১৪৪৮৮২৯৩৭৯ এই পেজে প্রবেশ করে যোগাযোগ করা যাবে। ফোন করে বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে ০১৭৬৩৪৫৪১৩৮ এই নম্বরে।
করোনা পরিস্থিতির উন্নতি হলে জুন মাস থেকে এ প্রশিক্ষণ শুরুর আশাবাদ ব্যক্ত করেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ। বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি, আইটিইএস ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানরা এ প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। কোর্সটি সফলভাবে শেষ করার পরে একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও পাবলিশিং করা শেখার মাধ্যমে দেশের সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার পাশপাশি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে দেশের বাইরেও কাজের জন্য যোগ্যতা অর্জন করবেন।

প্রসঙ্গত, অ্যাপস ইন্ডাস্ট্রিতে বিলিয়ন ডলারের বাজার রয়েছে। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভিউ রিসার্চ বলছে, ২০১৯ সালে বিশ্বে মোবাইল অ্যাপের মার্কেট আকার ছিল ১৫৪ দশমিক ০৫ বিলিয়ন ডলার। ২০২০ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত গেমের বাজারের প্রবৃদ্ধি হবে ১১ দশমিক ৫ শতাংশ হারে।

আরবিসি/২১ মে/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category