• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশ আইএলওর করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির চেয়ার নির্বাচিত

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ২১ মে, ২০২১

আরবিসি ডেস্ক : আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কোভিড-১৯ সংক্রান্ত টেকনিক্যাল কমিটির চেয়ার নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২১ মে) সুইজারল‌্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবের ফলে বিশ্বব্যাপী শ্রমজগতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা থেকে সফল ও কার্যকর উত্তরণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও মানবিক উপায়ের সন্ধানে আন্তর্জাতিক শ্রম সংস্থা সব সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দীর্ঘ আলোচনার আয়োজন করে। আলোচনার মাধ‌্যমে কোভিড-১৯ সংক্রান্ত আউটকাম ডকুমেন্টের একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি ৩ থেকে ১৯ জুন অনুষ্ঠিতব্য ১০৯ তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে গৃহীত হবে। এ খসড়ার ওপর সব সদস্য রাষ্ট্রের মতামত ও সম্মতি গ্রহণের জন্য আসন্ন আন্তর্জাতিক শ্রম সম্মেলনের আগে চূড়ান্ত নেগোশিয়েশন হবে। এ গুরুত্বপূর্ণ নেগোশিয়েশনে সভাপতিত্ব করবে বাংলাদেশ। জেনেভাস্থ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান এ নেগোশিয়েশনে সভাপতিত্ব করবেন।

উল্লেখ্য, খসড়া প্রণয়ন সংক্রান্ত কমিটিতে বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবেও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে।

আরবিসি/২১ মে/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category