• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
শীর্ষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ২৮ মন আম ধ্বংস

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের বাজারে নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে এখন পর্যন্ত গাছ থেকে আম নামানোর সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। এরই মাঝে অপরিপক্ক আমে ক্ষতিকর রাসায়নিক উপকরন ফরমালিন দিয়ে পাকিয়ে বাজারজাত করার অপরাধে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রায় ২৮ মন আম ধ্বংস করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্রীর উপস্থিতিতে এসব আম শিবগঞ্জ থানা চত্বরে ধ্বংস করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের আগে অপরিপক্ক আমে ফরমালিন মেশানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফরমালিন দিয়ে পাকানো ৪৫ ক্যারেট আম আটক করে নিয়ে এসে থানা চত্বরে ধ্বংস করা হয়।

শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, ধ্বংসকৃত আমগুলো ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে পাঠানোর প্রস্ততি চলছিল। মূলত যেসব শ্রেণির অসাধু ব্যাবসায়ী বেশি লাভের আশায় অপরিপক্ক আমে ফরমালিন মিশিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরবিসি/২০ মে/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category