আরবিসি ডেস্ক : বএিনপি চযে়ারপারসন বগেম খালদো জযি়া করোনামুক্ত হয়ছেনে বলে জানযি়ছেনে দলটরি মহাসচবি মর্জিা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ ম)ে দুপুরে এক র্ভাচুয়াল সংবাদ সম্মলেনে তনিি এ তথ্য জানান।
গত ১১ এপ্রলি খালদো জয়িার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফরিোজার আরও আটজন ব্যক্তগিত স্টাফও আক্রান্ত হন।
এরপর ২৪ এপ্রলি (শনবিার) তার দ্বতিীয় করোনা টস্টেরে রপর্িোট পজটিভি আসার কথা জানান তার চকিৎিসক ডা. এফ এম সদ্দিকিী।
২৭ এপ্রলি আবার সটিি স্ক্যানসহ প্রয়োজনীয় কছিু পরীক্ষার জন্য খালদো জয়িাকে এভারকয়োর হাসপাতালে নয়ো হয়। সইে রাতইে তাকে হাসপাতালে র্ভতি করা হয়।
এরপর গত সোমবার (৩ ম)ে শ্বাসকষ্ট বড়েে যাওয়ায় তাকে করোনারি কযে়ার ইউনটিে (সসিইিউ) স্থানান্তর করা হয়।
সদেনি ডা. এ জডে এম জাহদি হোসনেরে বরাত দযি়ে বএিনপি চযে়ারপারসনরে প্রসে উইং সদস্য শায়রুল কবরি খান জানয়িছেলিনে, খালদো জয়িার ফুসফুসে পানি জমছে।ে
বলো ৩টার পর তাকে সসিইিউতে নযে়া হয়।
আরবিসি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৯ মে) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন।
এরপর ২৪ এপ্রিল (শনিবার) তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।
২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর গত সোমবার (৩ মে) শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
সেদিন ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। বেলা ৩টার পর তাকে সিসিইউতে নেয়া হয়।
আরবিসি/০৯ মে/ রোজি