স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে গোদাগাড়ী উপজেলার শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বসা ধানের হাটে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার ইসরাইল হক (৪৫) এবং একই এলাকার মো. রনি (২০)। ইসরাইল হাটে ধান নিয়ে গিয়েছিলেন আর ভ্যানচালক রনি কৃষকের ধান নিয়ে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে করে বৈদ্যুতিক পোল এবং মাটি কাটা স্কেভেটর যন্ত্র বহন করা হচ্ছিল। গোদাগাড়ীর জৈটাবটতলা এলাকা থেকেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিতে দিতে আসছিল। এভাবে প্রায় ১০ কিলোমিটার আসার পর ট্রাকটি সড়কের ওপর বসা ধানের হাটে ঢুকে পড়ে। এতে চাপা পড়ে দুই জন নিহত এবং ১৫ জন আহত হন।
রাজশাহীর গোদাগাড়াী থানার ওসি খলিলুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে আর চালককেও আটক করা হয়েছে।
আরবিসি/০৮ মে/ রোজি