• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ৩২ লাখ

Reporter Name / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

আরবিসি ডেস্ক: করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বিশ্ব। ভারতসহ বিভিন্ন দেশে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ কোটিতে পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩২ লাখ।

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৭৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ৭৩১ জন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩২ লাখ ৫৫ হাজার ২৭০ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৫৮ লাখ ২০ হাজার ২৪৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৩৯ লাখ ৭৮ হাজার ১১৮ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৩ হাজার ১৪৮ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২১ হাজার ২৪৪ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন। মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ৬৪৫ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

আরবিসি/০৬ মে/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category