• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্রে এক ইরানীয়কে অভিযুক্ত চিড়ার মোয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ নতুন কর্মসূচির ঘোষণা দিলেন তারেক রহমান জিরো পয়েন্টে আসার ডাক আওয়ামী লীগের, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজিয়েট স্কুল দুর্গাপুরে মোটরসাইকেলের ধাক্কায় কলা বিক্রেতার মৃত্যু, যুবক আটক রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা রাজশাহীতে নগর বিএনপির একাংশের বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালী রাজশাহী পুলিশের সাবেক কমিশনার-ডিআইজিসহ ২২১ জনের নামে মামলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে ফল ঘোষণা, এগিয়ে ডোনাল্ড ট্রাম্প

সড়কে জারুলের নয়নাভিরাম সৌন্দর্য

Reporter Name / ৪৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

জয়পুরহাট প্রতিনিধি : ‘এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ, সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল, সেখানে গাছের নাম : কাঁঠাল, অশ্বথ, বট, জারুল, হিজল, সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ’ কবিতাটি জীবনানন্দ দাশের।

প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। ষড় ঋতুর এ দেশে ভিন্ন ঋতুতে ভিন্ন্ ভিন্ন সাজে সজ্জিত প্রকৃতি। বর্তমানে গ্রীষ্মের এ ঋতুতে ফল-ফুলের ব্যপক সমারহ। সেই সাথে গ্রীষ্মের এ ঋতুতে প্রকৃতির নজরকাড়া আরেক সৌন্দর্য জারুল ফুল। প্রকৃতির এমনই এক সৌন্দর্য ধারণ করে আক্কেলপুর পৌর শহরের মুজিবর রহমান সরকারি কলেজের সামনে রয়েছে জারুল গাছ।

জারুল গাছ এখন বেগুনি রংয়ের ফুলে প্রকৃতিকে এক অপার সৌন্দর্যে ফুটে তুলেছে। এ ফুল সকলেরই নজর কাড়ছে প্রতিনিয়ত। জারুল ফুলের সৌন্দর্যের কথা কবি জীবনান্দ দাশ, কবি আহসান হাবীব সহ অনেক কবির কবিতায় ফুটে ওঠেছে।

বৃক্ষটির আদি নিবাস শ্রীলঙ্কায়। ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ জারুল। তবে বাংলদেশসহ চীন ,মালয়েশিয়া প্রভৃতি অঞ্চলে এ বৃক্ষের দেখা মিলে। গ্রীষ্মের শুরুতে এ ফুল ফোটেও শরৎ পর্যন্ত দেখা যায়। ফুল শেষে গাছে বীজ হয় ও বীজের মাধ্যমে বংশ বিস্তার করে। এ গাছ সাধারণত ১০ থেকে ১৫ মিটার উঁচু হয়। গাছটির নানা ভেষজ গুনাগুণ রয়েছে। যেমন (ডায়াবেটিস, জ¦র, অনিদ্রা, কাশি, অজীর্ণতায়) অনেক উপকারী। তবে নানা কারণে প্রকৃতি থেকে বিলীন হওয়ার পথে এ গাছ।

প্রকৃতির এমনই এক সৌন্দর্য ধারণ করে আক্কেলপুর পৌর এলাকার মুজিবর রহমান সরকারি কলেজের সামনে রয়েছে জারুল গাছ। যার বেগুনি ফুলের সৌন্দর্য প্রতিটি পথচারীর নজর কাড়ে। তবে গাছটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার এমনটিও জানিয়েছেন অনেকেই।

পৌর শহরের বাসিন্দা শাদমান হাফিজ শুভ বলেন, ‘প্রতি বছর গ্রিষ্মের এ সময় মুজিবর রহমান সরকারি কলেজের সামনে এক মাত্র জারুল গাছটি বেগুনি রংয়ের ফুলে ছেয়ে যায়। এতে মনোমুগ্ধকর এক আবেশ তৈরী হয়। প্রকৃতির এ অপার সৌন্দর্য দেখতে খুবই ভাল লাগে’।

আক্কেলপুর হাট ও বাজার ইজারাদার সাজ্জাদ হোসেন বলেন, ‘জারুল গাছটির কারণে পৌর শহরের নান্দনিকতা বৃদ্ধি পেয়েছে। এটি একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। নয়নাভিরাম এ গাছের কারণে আমাদের হাটেরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে’।

আরবিসি /০৬ মে/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category