সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে প্রাকৃতিক ভাবে লিঙ্গ পরিবর্তন হয়ে ছেলেতে রুপান্তর হয়েছেন এক মেয়ে। চাঞ্চল্যকর এ ঘটনার গুঞ্জন চলছে উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমূলডাঙ্গা রামাশ্রম গ্রামে।
এলাকাবাসী ও মেয়ের পারিবারিক সূত্রে জানা গেছে, শিমূলডাঙ্গা রামাশ্রম গ্রামের রাজকুমার কর্মকার ও পুস্প রাণীর বড় মেয়ে টুম্পা কর্মকারের বয়স ১৩ বছর। পারিবারকি অস্বচ্ছলতা ও বাবা প্রতিবন্ধী হওয়ার কারণে তিনি গ্রামের অন্যান্য দিনমজুরের সাথে বিভিন্ন কাজ করে সংসার চালাতেন। কয়েকদিন ধরে টুম্পার শারীরিক ও কন্ঠের কিছুটা পরিবর্তন লক্ষ্য করেন তার পরিবার। পরিশ্রমের কারণে এমনটা হতে পারে বলে ধারনা করেছিলেন তারা।
টুম্পা কর্মকার বলেন, তার লিঙ্গ পরিবর্তনের ঘটনা ঘটলে এক ভাবীর নিকট ঘটনাটি খুলে বলেন। ভাবী টুম্পার বিষয়টি তার পরিবারকে জানান। ঘটনাটি দ্রুত জানাজানি হয় এলাকায়।
টুম্পার মা পুষ্প কর্মকার জানান, তার মেয়ের শারীরিক পরিবর্তন হলেও অতটা ভাবেননি। স্বচক্ষে তার লিঙ্গ পরিবর্তনের বিষয়টি দেখে তিনি নিজেও চমকে উঠেন।
স্থানীয়রা বলছেন, কিছুদিন ধরে টুম্পা রাণী কর্মকার রাস্তায় মাটি কাটার কাজ করে আসছিলেন। তার অবয়বের কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রাথমিক ভাবে লিঙ্গ পরিবর্তনের বিষয়ে নিশ্চিত হন। ইউপি সদস্য ইসমাইল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবে।
সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রুহুল আমিন বলেন, লিঙ্গ পরিবর্তন হতে পারে তবে সেটা অনেক সময়ের ব্যাপার। যদি ঘটনা সত্য হয় তাহলে তা উন্নত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।
আরবিসি/০৩ মে/ রোজি