আরবিসি ডেস্ক : করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি হচ্ছে সংক্রমণ ও মৃত্যুতে। ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে দেশটিতে দৈনিক সংক্রম এবার পৌঁছে গেল চার লাখের আরও কাছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন। ভারতে করোনার ইতিহাসে এটিই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এই সংখ্যক আক্রান্ত মহামারি পর্বে হয়নি কোনো দেশে।
এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্তের হিসাবে ভারতের আগে শুধু যুক্তরাষ্ট্র।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এ নিয়ে কোভিডের জেরে মোট প্রাণ হারালেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন।
ভারতের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সেখানে দৈনিক মৃত্যু সাতশ’র বেশি। দিল্লি, কর্নাটক, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাটেও রোজ মৃতের সংখ্যা উল্লেখযোগ্য। বাকি রাজ্যগুলোতেও দৈনিক মৃত্যু বেড়েছে গত কয়েকদিনে।
নতুন আক্রান্ত বৃদ্ধির জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লাখ ৭০ হাজার ২২৮ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ২০ হাজার ১০৭ জনের। মহামারিতে এক দিনে এত লোকের করোনা পরীক্ষা এর আগে হয়নি। গত দু’সপ্তাহ ধরেই দেশটিতে সংক্রমণের হার রয়েছে অনেক বেশি।
আরবিসি/৩০ এপ্রিল/ রোজি