• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
শীর্ষ সংবাদ
রাজশাহীতে ছাড়পত্র চাওয়ায় মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে হাতু’ড়িপে’টার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে রাজশাহীর বিভাগীয় পাসপোর্ট অফিসের ডিডি’র থানায় জিডি রাজশাহীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত তোপের মুখে রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের ডিডি রাজশাহীর সারদায় আবারও এএসপি-এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত শেখ হাসিনা বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি: আব্দুস সালাম রাবির বধ্যভূমি এলাকায় ছিনতাইকারীর হামলায় আহত ১ আরএমপি’র ৩ থানায় নতুন গাড়ি হস্তান্তর করলেন পুলিশ কমিশনার রাজশাহীতে বহিস্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার

Reporter Name / ১২৭ Time View
Update : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে চার লক্ষাধিক টাকা মূল্যের নকল প্রসাধনী উদ্ধার হয়েছে। এসময় ব্যবসায়ী শওকত আলী নামের এক জনকে আটক করা হয়। শওকত আলী সিরাজগঞ্জের কয়রা সরাতলা গ্রামের আওয়াল আলী খন্দকারের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী নগরীর সাগরপাড়া হাবিব মঞ্জিলের নিচতলা ভাড়া নিয়ে থাকেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নগরীর ২১ নং ওয়ার্ডের সাগরপাড়া হাবিব মঞ্জিলের ২৮৮নং বাসার নিচতলা থেকে নকল প্রসাধনীগুলো উদ্ধার করা হয়।

বুধবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশ শাখার (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সাগরপাড়া কাঁচাবাজার এলাকায় মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাবিব মঞ্জিলের ভাড়াটিয়া শওকত আলীর রুম থেকে বিভিন্ন প্রকার দেশি-বিদেশি কোম্পানির মোড়কযুক্ত বিপুল পরিমাণ নকল প্রসাধনীর মজুত পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

এ বিষয়ে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আরেফিন জুয়েল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এসব নকল প্রসাধনী নগরীর বিভিন্ন বিউটি পার্লার, জেন্টস পার্লার, সেলুন ও কসমেটিকসের দোকানে সরবরাহ করা হত। এ সকল নকল পণ্য ব্যবহারের ফলে শরীরে দীর্ঘমেয়াদী স্কিন ডিজিজ এমনকি স্কিন ক্যান্সারও হতে পারে।

আইনি প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরবিসি/২৮ এপ্রিল/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category