আরবিসি ডেস্ক : ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। বিশেষ করে মহরাষ্ট্রের অবস্থা একটু বেশি খারাপ। এমন সময় হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাঠালেন সুস্মিতা সেন।
মুম্বাইয়ের শান্তি মুকুন্দ হাসপাতালে অভাব দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের। এতে ভেঙে পড়েছেন সিইও সুনীল সাগ্গর। এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন সুস্মিতা।
সুস্মিতা টুইটারে ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘এই ঘটনা হৃদয়বিদারক। সব জায়গায় অক্সিজেনের সংকট। আমি এই হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার জোগাড় করেছি। কিন্তু মুম্বাই থেকে দিল্লিতে পাঠাতে পারছি না। আমাকে একটু সাহায্য করুন।’
তবে শেষ পর্যন্ত সুস্মিতা সেন দিল্লিতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছতে পেরেছেন। এরপর তিনি টুইটারে লিখেছেন, ‘হাসপাতালটি অক্সিজেনের ব্যবস্থা করতে পেরেছে। এতে অক্সিজেন পাঠাতে খানিকটা সময় পেলাম আমরা। সচেতনতা বাড়ানো ও সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ। এভাবেই ভালো মন রাখুন।’
সুস্মিতার উদ্যোগটি প্রশংসা কুড়ালেও অনেকেই ভালো চোখে দেখছেন না। অভিনেত্রীর পোস্টে এক ভক্ত লিখেছেন, ‘সংকট সব জায়গায় হলে শুধুমাত্র দিল্লিতে পাঠাচ্ছেন কেন! মুম্বাইয়েও তো হাসপাতাল রয়েছে।’
আরও একজন টুইট করে লেখেন, ‘মুম্বাইয়ে এখনও অক্সিজেন সিলিন্ডার পরিমিত। তবে দিল্লিতে দরকার। বিশেষ করে এই ধরনের ছোট হাসপাতালগুলোর প্রয়োজন। পারলে সাহায্য করুন।’
উল্লেখ্য, ভারতের অসংখ্য তারকা এখন করোনায় আক্রান্ত। এরমধ্যে সুস্থও হয়ে যাচ্ছেন অনেকে। তবে গত বারের চেয়ে এবার সংখ্যাটা বেড়েছে।
আরবিসি/২৫ এপ্রিল/ রোজি