আরবিসি ডেস্ক : অবশেষে সাফল্য মিলেছে বাংলাদেশের বোলারদের। দিমুথ করুনারত্ন আর ধনঞ্জয়া ডি সিলভার ৩৪৫ রানের বিশাল জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। ডি সিলভা আর দিমুথ করুনারত্নে—দুজনকেই ফিরিয়েছেন তাসকিন। করুনারত্নেকে নাজমুল হোসেনর ক্যাচ বানিয়েছেন তিনি।
২৯১টি বল খেলেছেন ডি সিলভা। ২২ চারে তিনি করেছেন ১৬৬। অধিনায়ক করুনারত্নকে নিয়ে প্রত্যাশা ছিল ত্রিশতকের। কিন্তু ২৪৪ রানেই থেমেছে তাঁর ইনিংস। ৪৩৭ বল খেলে ২৬টি ব্উান্ডারি মেরেছেন করুনাররত্নে। প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৫৪৪। এ মুহূর্তে ৩ রানে এগিয়ে আছে তারা।
বাংলাদেশের পক্ষে এখনো পর্যন্ত সবচেয়ে ‘সফল’ বোলার তাসকিনই। উইকেটের দিক দিয়েই। তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। যদিও রান খরচ করেছেন ১০৭। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
আরবিসি/২৫ এপ্রিল/ রোজি