স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে নকল ওষুধের একটি কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম আনিস। শুক্রবার রাত ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধিন বারিন্দ মেডিকেল কলেজের উত্তরে আনিসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আনিস দীর্ঘদিন থেকে নিজ বাড়িতে ওষুধ তৈরির কারখানা বসিয়ে দেশের সনামধন্য কোম্পানির অধিক ব্যবহৃত ওষুধগুলোর নকর তৈরি করে আসছিলেন। তিনি স্কয়ার, নাভানা, রিলায়েন্স এবং এসবি ল্যবরেটরিজের মতো কম্পানির এন্টিবায়োটিক, এ্যসিডিটি (সেকলো), যৌন উত্তেজক ওষুধ তৈরি করতেন। এসব ওষুধ তৈরির জন্য তিনি নিজ বাড়িতে ওষুধ তৈরির মেশিন বসিয়েছেন। আর এসব কাজে তাকে সহায়তা করে আসছিলেন তার স্ত্রী, সন্তানসহ নিকট আত্মিয়রা। আনিস এর আগে ঢাকার একটি কোম্পানিতে কাজ করতেন।
ডিবির এসি রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আনিসের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি থেকে বিপুল সংখ্যক নকল ওষুধ, ওষুধ তৈরির কাঁচামাল এবং যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
আরবিসি/২৩ এপ্রিল/ রোজি