স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তাঁদের মৃত্যু হয়।
এর মধ্যে রাজশাহীতে দুইজন, নাটোরে একজন, বগুড়ায় তিনজন এবং সিরাজগঞ্জে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৫০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ জন মারা গেছেন রাজশাহীতে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৬ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২২ জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিভাগে নতুন ১৮০ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১২৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৩৯৮ জন। এদের মধ্যে ২৬ হাজার ২৪৯ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৪৪ জন কোভিড-১৯ রোগী।
আরবিসি/২১ এপ্রিল/ রোজি