স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নির্মাণাধীন বহুতল বাণিজ্যিক ভবন ‘স্বপ্নচূড়া প্লাজা’ এর নির্মাণ কাজের অগ্রগতি বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘স্বপ্নচূড়া প্লাজা’র নির্মাণ কাজের অগ্রগতির সার্বিক খোঁজখবর নেন এবং নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় রাসিক মেয়র বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় কয়েকটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। বহুতল ভবনগুলোর নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হচ্ছে। ভবনগুলোর নির্মাণ কাজ শেষ হলে সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি পাবে।
সভায় অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, মাননীয় মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, ঠিকাদার ফরিদ উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আরবিসি/২০ এপ্রিল/ রোজি